;
Bangla Toronto English বাংলা
Menu

বাংলাটরোন্টো ব্লগ

A rich source of information you need to know to live better in Toronto

২০২৫ সালের ১ জুলাই থেকে, লক্ষ লক্ষ কানাডিয়ান নাগরিক তাদের ফেডারেল ইনকাম ট্যাক্সে ছাড় পেতে যাচ্ছেন, কারণ সরকার সর্বনিম্ন করহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১৪ শতাংশ করছে। এই ছাড়টি $৫৭,৩৭৫ পর্যন্ত করযোগ্য আয়ের ওপর প্রযোজ্য হবে এবং আনুমানিক ২.২ কোটি মধ্যবিত্ত আয়ের লোকজন এই সুবিধা পাবেন। এই পরিবর্তনের ফলে, একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ $৪২০ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন, আর যৌথ আয়ধারী পরিবারগুলো বছরে প্রায় $৮৪০ পর্যন্ত সাশ্রয় করতে পারবে। যেহেতু এই করহারটি বছরের মাঝখানে কার্যকর হচ্ছে, তাই ২০২৫ সালের গড় করহার প্রায় ১৪.৫ শতাংশ হবে, আর ২০২৬ সাল থেকে পুরো ১৪ শতাংশ হার প্রযোজ্য হবে। জুলাই মাস থেকেই কানাডিয়ানরা তাদের বেতনচেকে এই পরিবর্তনের প্রভাব দেখতে পাবেন, কারণ কানাডা রেভিনিউ এজেন্সি (CRA) হালনাগাদ ট্যাক্স কাটার হার অনুযায়ী বেতন থেকে কর কেটে নেবে। আগামী পাঁচ বছরে সরকার আশা করছে এই করছাড়ের ফলে প্রায় ২৭ বিলিয়ন ডলার জনগণের কাছে ফিরে যাবে, যা জীবনের ব্যয় বেড়ে যাওয়ার এই সময়ে কিছুটা স্বস্তি দেবে।